আজ ভাঙতে এসেছি।
বদ্ধ মাতাল উন্মাদতাল নিত্য স্বাধীনতায়
আমার মায়ের আমার মেয়ের দীপ্ত আলোকছটায়
একটুখানি হাত বাড়ালেই ধরব হাতটা চেপে
উন্মাদতাল হইব আমি উন্মাদরূপ ক্ষেপে
মুষ্টি মেরে দন্ত তাদের ভাঙতে নাহি দেরি
কম্পহাতে শক্তাঘাতে ভাঙতে এসেছি-
আজ ভাঙতে এসেছি।
  
দাঁত কেলিয়ে ধ্বজভঙ্গ যেসব লোকে হাসে
উদ্ভট সব শব্দ ছুড়ে কলকলিয়ে কাশে
গাঞ্জা বিড়ি সিগাড়েটে টান দিয়ে পায় সুখ
তীব্র নেশায় যায় গুলিয়ে বাপ মায়েরি মুখ
তাদের পেটে হস্তী লাথি তীব্র কষেছি
গাঞ্জার ভূত নামিয়ে দিতে খরগ এনেছি-
আজ ভাঙতে এসেছি।


সভ্য দেশে সভ্য খুঁয়ে যেসব মেয়ে হাঁটে
রূপের লোবান রূপবান বান ছিটায় পথে ঘাঁটে
লেবাছ পরেও নগ্ন হয়ে লগ্ন যাদের চাওয়া
সকাল সাঁজে তারাই দেখি খাচ্ছে লোলুপ ধাওয়া
তাদের টুটি বাপের হাতে চাপতে এসেছি
নগ্ন লেবাছ সভ্য হাতে ঢাকতে এসেছি-
আজ ভাঙতে এসেছি।


দুষ্কৃতি সব জন্মে যেথায় তেমন দেশের নীতি
থোরায় কেয়ার করে সবাই দেখায় শুধু প্রীতি
আইন আছে শাসন তো নেই দুর্নীতির সব জাল
ফাগুন বোশেখ নবান্ন আর হরেক ঢোলে তাল
উৎসবেতে মাতাল হয়ে নারী পুরুষ  মেশে
লম্পট আর লম্পটিরা আসল রুপের বেশে
নোংরামিতে যায় ভেসে যায় চোখেই দেখেছি
তাদের বুকে খঞ্জরাঘাত করতে এসেছি-
আজ ভাঙতে এসেছি।


আজ মনুষ্যদের চোখের ধুলো ঝাড়তে এসেছি
সত্য সঠিক পথের পাণে টানতে এসেছি
মিথ্যা মোহ লোলুপ লালস ঘুচতে এসেছি
অসভ্যকে সভ্য পায়ে দলতে এসেছি-
আজ ভাঙতে এসেছি।
আজ ভাঙতে এসেছি!