মাঝে মাঝে মনে হয় সব তো শেষ হবে একদিন।
এই আমি! এই আমিও তো একদিন শেষ হয়ে যাব,
মহাকালের অতল গহ্বরে তলিয়ে কোথায় না জানি
হারিয়ে যাব, কোন দূর অজানায়?
এই পাঁচ ফিট দশ ইঞ্চির দেহটা। কত তাকত,
কত অহংকার, জৌলুশ বিলীন হবে একদিন।
কত অন্যায়ে ভর করে
কত ধন দৌলতের মোহে
কত অসত্যকে আলিঙ্গন করা-
তা কি এমনিই মাফ হয়ে যাবে?
তার হিসেব কি হবে না একদিন?
বয়সের হিসেব বাড়ছে, আর কমছে আয়ুর হিসেব।
ফুরিয়ে যাচ্ছে সময়--
প্রতিটা বছর জন্মদিনে, কত আনন্দ, খুশি
কত বেহিসেবি।
ভাবিনি-
বার্ধক্য ডাকছে আমায় হাতছানি দিয়ে,
আমায় ডাকছে মৃত্যু নামের চির সত্যের দূত।


এতটা বছর বেঁচে, এই সত্যকে মিছে বলা যায় না যে।
চলে যেতেই হবে।
চলে যেতেই হবে- একদিন।
তবে পৃথ্বীর অভিশাপ নিয়ে কেন?
পৃথ্বীর ভালবাসা নিয়ে নয় কেন?
সত্যকে মিথ্যা বললেই সেতো মিথ্যে হয়ে যায় না।
হবেও না কোনদিন।
চলে যেতেই হবে- একদিন।
কোন সে দূর অজানায়--
কতটা যে দূরে--