দীর্ঘশ্বাসের অতৃপ্ত সমাহার,
আঙুল  উচিয়ে বলে তুমি পারোনি
ব্যর্থতার সম্রাজ্যে পুঁজিবাদী দুঃখ
মুচকি হেসে বলে আমিই সাবলীল।
আশার সঞ্চার ঢালহীন মুক্ত
হস্তে এগিয়ে এসে লড়াই করে,
বলে যায় বেচে থাকো
হয়তো প্রতিশোধের মধুর হাসি
শেষমেশ তুমিই হাসবে,
কে জানে হাসতেও তো পারো,
বিজয়ের হাসি।