রুপকথা ধরে হেটে যাও বহুদূর
সেখানে শৈশব আছে
হৃদয়ের সবটুকু ভালবোসা দিয়ে
টিকিয়ে রাখো সম্পর্ক সেখানে যৌবন আছে
বিশ্বাসের অবলম্বনে হাতে হাত রেখে দেখো
কিছুটা পথ হাটলে সেখানে বার্ধক্য বিছানায় পড়ন্ত শরীরে শক্তিহীন মুচকি হাসে
অথচ তুমি অনায়াসে শরীরে টানে শরীর খোজো
বিশ্বাসে খোজো অর্থ
মনের টানে বিগড়ে গিয়ে পথহীন পথিক সাজো
ভন্ডের মাজারে আজকাল পূণ্যার্থীদের ভীড়
ভক্ত হবার মিছিলে আমি তুমি আমরা!
পিছিয়ে আছি বলে সে কি আফসোস
আহা, মানুষ হবো...