তোমারও পানে পথ চাহিয়া
আর কত আমি যাইব কান্দিয়া।
তুলে নাও আমারে
তোমার নিজ হাতে।।
ধন্য কর আমার এই মন।।


তোমারও পানে দু'হাত তুলিয়া
মিনতি জানাই করুণা চাহিয়া।
ক্ষমা কর আমারে
তোমার নিজ গুণে।।
পাপে পূর্ণ আমার এই মন।।


তোমারও পানে আকুল চাহিয়া
দাঁড়ায়ে রয়েছি আসিবে বলিয়া।
তবু তুমি এলে না
দিলে গো যাতনা।।
আর কি কখন হবে দেখা।।


তোমারও পানে আখেরি চাওয়া
দিওগো তুমি ওপারে দেখা।
তোমাকে ছাড়া কেমনে রহিব।।
অন্ধকার ঐ আপন ঘরে।