ওগো প্রেয়সী,
তোমার কথা মনে হ‌ইলে
পরাণ আমার কাঁদে,
তোমার‌ই বিরহ ব্যথায় প্রাণ
রাতনিশি জাগে।
তৃষিত হরিণ মরুর পানে
যেমন চেয়ে থাকে,
মরিচিকায় পানি ভেবে
যেমন পথিক চলে,
পয়োদে বারি ভেবে
যেমনি কৃষক নাচে,
তুমি আসবে বলে
আমার হৃদয় সিন্ধু দোলে!