বীরের বেশে থাকি আমি
বীরের দেশে ভাই,
গর্ব করে বলতে পারি
এমন দেশ আর নাই।
বৃদ্ধ-শিশু আমরা সবি
স্বাধীনতার কাঙ্গালী,
ন্যায্য কথার স্বার্থক দাবিদার
আমরা বীর বাঙ্গালী।
.
লাখো বীরের আত্ম ত্যাগে
দেশটি হল সজিব,
আনল ডেকে স্বাধীনতা
বীরের চালক শেখ মুজিব।
.
আকাশ কেঁপে গর্জে ওঠে
জয় বাংলা শ্লোগানে,
''অস্ত্র ধর, যুদ্ধ কর
দেশ বাঁচাও রক্ত দানে।
বীর বাঙ্গালী ঝাঁপিয়ে পড়
শত্রু সেনা হানতে,
কৃষক-শ্রমিক, জনতা লীগ
সবাই তোরা জানদে।''
.
শেখ মুজিবের গর্জন যেন
রাগিয়ে দেয় বীরকে,
শত্রু সেনা কোতল করে
আনল ছিনে দেশকে।