গ্রামের নামটি নাটুয়ার পাড়া,
সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায় করি বাস।
নদীর সাথে অহরহ যুদ্ধে কাটে যাদের জীবন,
তাদেরই মধ্যে এক হত দরিদ্র কৃষক পরিবারে জন্ম
এ নগণ্য ব্যক্তির,
দিনটি ছিল রবিবার, পনেরোই সেপ্টেম্বার, 1988।
পরিবারে সবাই ব্যস্ত কাজে, কেউ গার্মেন্টসে, কেউ বা কৃষি ক্ষেতে।প্রাইমারি শেষ করেছি,
শত সংগ্রামের মাধ্যমে দশম শ্রেণিতে আসি নাম্বার ওয়ান হয়েই।
অকালেই হারিয়ে গেল জননী,
পড়াশোনা চালিয়ে নিতে শত বাঁধা আসতে থাকে চারিদিক থেকে।এতদিন জননী একাই সংগ্রাম করে-
আমায় দশম শ্রেণি পর্যন্ত এনেছিলেন।
আর এখন কারে পাই,
হঠাৎ ঈশ্বরের দয়ায় কোন এক পরিবারে ঠাই হয়।


আমার যে অদম্য ইচ্ছা
আমি উচ্চ ডিগ্রি নেবই।
তাই তখন থেকেই ছোট শ্রেণির ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়াতে থাকি
আর আমার জীবন সংগ্রাম চলতে থাকে এভাবেই।
খোদার অশেষ রহমতে
এস.এস.সি. ও এইচ.এস.সিতে প্রথম শ্রেণি,
বিএ অনার্স;এমএ ইংরেজীতে দ্বিতীয় শ্রেণিতে ডিগ্রি লাভ করে আমার শিক্ষার মিশন সম্পন্ন করি।
আমি এখন হাই স্কুলের শিক্ষক।
আমি সপ্তম শ্রেণি থেকেই কাব্যচর্চা করছি।
অনেক কাব্য রচনা করেছি।
এখন আমি একটি সুখি জীবন উদযাপন করছি।
অবশেষে কৃতজ্ঞতা জানাচ্ছি
আমার জীবন সংগ্রামে অনুপ্রেরণা দাতা
সেই ভাই ও বোন
যার কাছে মায়ের আদর পাই।