একদা এক মুসাফিরে
দেখি ঐ রাস্তার পরে,
আল্ খাল্লা পোশাক মুড়ে
হাটিছে হনহন করে।
.
কোথায় চলেছো হে পথিক?
বলে যাও তুমি নিজে,
জবাব দিলে বিনয় করে
ছুটি মানুষের খোঁজে।
একটু যেন অবাক হয়ে
মানুষের খোঁজে !
চারিদিকে এত মানুষ !
কারে তুমি ভাই খোঁজ?
.
মানুষেরি গঠনে ভাই
মানুষ চেনা দায়,
এই মানুষতো সেই মানুষ নয়
আমার বিবেক কয়।
.
সব মানুষকে একই পাল্লায়
মাফছো কেন ভাই,
তুমি মানুষ তাই বলে কি
আমি মানুষ নই?
.
অবুঝ থেকো না বন্ধু
তোমায় বলি তাই শুন,
মানুষ হয়রে সেই জনাতে
যার শূন্য কাম-পাপ মন !
.
এই বসুধারি চালক হয়ে
ছুটছে অবিরত,
তার আসাতেই নিরাশ করে
শত পাপীর ক্ষত।
এই মানুষটি আসবে কবে
আমার দেশেতে ভাই,
মশাল হাতে আগুন জ্বেলে
তারেই খুঁজে যাই।