_________________
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
    আমরা স্বাধীন বাঙ্গালী,
বীর বাঙ্গালী যুদ্ধ করে
    পাক-বাহিনীর দেয় বলি।


স্বাধীন দেশেই থাকি আমি
    স্বাধীন আমার বলন,
হাটে-ঘাটে-মাঠে যেতে
    স্বাধীন আমার চলন।


আমার দেশের সবুজ মাঠে
    কিষাণ দুপুর বেলায়,
স্বাধীনভাবে চাষ করে সে
    সোনার ফসল ফলায়।


স্বাধীন দেশের স্বাধীন ব্যোমেই
    স্বাধীন পাখি উড়ে,
তাহার মাঝেই সাদা ধুলা
    আকাশ-বাতাস জুড়ে।


স্বাধীন দেশের স্বাধীন জেলে
    স্বাধীন নদীর বুকে,
স্বাধীনভাবে মাছ ধরে সে
    স্বাধীন জীবন চুকে।


এমন দেশের স্বাধীন মাটি
    হয় যেন মোর সাথী,
সুখে দুখে আমরা সবে
    এই মাটিতেই বাঁচি।