____________
হে খোদা-
থাক যে তুমি কোথায়,
নিত্য আমি খুঁজে ফিরি তোমায়
তুমি যেন দেখাটি দেও আমায়
আমারই হিয়ার আয়নায় !
.
তাহাকে ছাড়া বুঝি না আমি কিছু,
তুমি আমায় করেছো তাহার পিছু।
তাহারই পটে দেখি আমি তোমারি ছায়া,
মনে হয় যেন তোমারি নিজ কায়া !
.
কি রূপ তাহার মাঝে মনোহরণময়,
মনে হয় যেন আসলেই সে নয়
তাহার রূপেই দেখি আমি তোমারি কর্শন,
তুমি যেন দিয়াছ তাহারই মাঝে দর্শন !