.....দুই.....
কথকথা বালকটি করিল,
এক নিমিশেই সে বন্ধু মানিল !


হঠাৎ দেখি শিশুদের মাঝে,
খেলিতেছিল মলিন সাজে
অপূর্ব কৃঞ্চ এক যুবতী,
জানিলাম- সে এক হতভাগী।


দরিদ্র পিতার একমাত্র সে কন্যা,
বয়সে তাহার বয় ষোড়সী বন্যা !


নিরিক্ষিলাম তাহারে-
আহা ! চলনে তাহর কি ঝাঁজ,
ঈশ্বর বিলাইছে যেন অপূর্ব সাজ !


আঁখি চপল অঞ্জনে ঘেরা,
পড়নে তাহার শাড়িটি ছেড়া !
তবুও মনে হয় স্বর্গের বরাঙ্গনা,
হয়েছে গাঁয়ের এক ছোট্র ললনা।