....তিন.....
ঈষৎ মেদিনীর তটে ভীরে,
নন্দনেরা বিস্মত তাহার প্রেম তীরে।


বন্ধু মোরে কহিল হাসি-
রমনী যে তার আপন সসি।
দেখি আমি তাহার আপন সিঁদুর,
আঁখি যুগল করিল মেদুর।


ওষ্ঠে তাহার লুকায়ে ভীষণ মায়া,
কহিল- নাম তার 'কৃঞ্চকলি কায়া'।
শহর থাকি ম্যাচ-মেকার আসি,
সম্বন্ধের বর রাজকুটিরবাসী !


আবেগে তাই আপ্লুত হয়ে,
কোন এক সুদিনে তার হয়ে যায় বিয়ে।
কনে সাজে শশুরালয়ে আসি,
দুঃসহ বেদনায় দু'চোখে ভাসি।
পালিয়ে আসে আপন গাঁয়,
রাত্রিরে জাগে ভীষণ ব্যথায়।