…..পাঁচ….
স্বাধীন জীবন পায় ফিরে,
হোক না তা সতীনের নীড়ে।
কোল জুড়ে তার ছেলেমেয়ে,
মনের মত সঙ্গী পেয়ে।


হঠাৎ একদিন চলে গেলি ছেড়ে,
কৃঞ্চকলি কায়া ঐ বহু দূরে।
এক সপ্তাহ কেটে গেল ক্ষণে,
দিব্যি রয়েছি সবে তার বিনে।


একদিন এক ছোট্র খুকি আসে ছুটি,
মুখে তাহার যেন কালো মেঘের ফুটি।
"আস সবে, ঐ পারে দেখ চেয়ে,
কে যেন ভাসি নদীর জল বেয়ে !"


গিয়ে দেখি তথায় একি কান্ড,
এ যে কৃঞ্চকলি কায়ার মুন্ড !
কৃঞ্চ পুকুরটি চেয়ে দেখ রক্তে লাল,
হায় হতভাগী !
এই কি ছিল তোর হাল ?