বিশ্রামে দেহ যে করিবে যতন
সে তো নির্বোধ,
পূণ্যে আত্মা আর পাপে দেহ
শুণ হে অবোধ।


অবুঝ থেকো না বন্ধু
দেহের সাধন সাধি আগে,
দেহ-পাপ আগাছার ধ্বংসে
পূণ্যময় আত্মা জাগে !


আমি সত‌্যিই মহা নির্বোধ
ভাবিতাম কিনা তাকে !
আপনার দোষ আপনাতে রেখে
খুঁজে বেড়াই অন্যকে।.......................