সেদিন দুপুর বেলা,
পড়ার টেবিলে বসে বসে
পড়ছি একা।
হঠাৎ যেন টেবিলটা
কেঁপে উঠে দুলে!
কে দুলায় ? কে দুলায় ?
হাকে সবে উচ্চ স্বরে,
বাহিরে এসে দেখি
আমিও মাটির সাথে, ওরে
কেঁপে উঠে দুলি,
এ যেন পানিতে ভাসা
নৌকা!


গুরুম-গুরুম শব্দে
ঐ আকাশ-বাতাস কেঁপে,
আঠারো তলা বাড়িটি
এক নিমিশেই ধসে!
শত শত নারীপুরুষ
তারই চাপে পরে,
বাছাও বাঁচাও চিৎকারে
হৃদয় উঠে দেপে!..................