হে সাধুগণ,
আর কত কাল বুজে রাখিবি
তোর ঐ চক্ষু-মন?


আজিকে যাহারে তুমি
কর ভাই এত হেলা,
নমস্কার তাহারে জানি
করিবে ও বেলা।


মেথরের ঘরে জন্ম নিলে
হারায় মান,
ব্রাম্মণ বাবুরে করিস
এতই শান!


জন্ম-জন্মান্তরে-
নেই কারও বিভেদ,
খাঁচার পাখি উড়ে যায়
কি তার প্রভেদ?


মানুষকে মানুষ বলে
মানবি আগে,
মানিলে তুই মানুষ
হবিরে তবে।...........