গরীব বলে করলি তারে
শুধুই পরিহাস,
পড়েছিস কখনও
এ রকম ইতিহাস:


সে রাজা মূর,
তার কাছে তুই কোনসে বাবু?
একদা এক প্রিন্স কর্তৃক
যুদ্ধে হয় কাবু।


রাজ্য-সৈন্য-সামন্ত
আর দাস এক গন্ড,
এক নিমিশেই হয়ে যায়
তার সব পন্ড।
.
পালিয়ে দেশান্তরে
ছদ্ধবেশে ঘুরে,
ক্ষুধায় পরাণ কাতর
দ্বারে দ্বারে ফিরে।
.
কোন এক গৃহকর্ত্রীর
সদয় মর্জি হয়,
গরম ভাতে হাত পুড়ি
অশ্রু ছেড়ে কয়-
ভিক্ষুকরে করি ঘৃণা
দেইনি খাবার কভু,
আজ আমায় করলি
তাদেরি একজন, হে প্রভূ!
.
এস হে ভাই,
আমরা সবে এক সাথে
হাতে হাত মিলাই।
এ জগতে মানুষের চেয়ে
নেইতো কিছুই মহিয়ান,
মানুষ সেতো ঈশ্বরেরই
এক মহান গড়িয়ান।