আসছে দেখ রিক্সাচালক
ছোট্র শহর জুড়ে,
মুখে তাদের কথার বুলি
ডাকে মধুর সুরে।
.
রিক্সায় চরে বিকেল বেলায়
অলস বসে রয়,
ভাড়ার আশায় এদিক-সেদিক
যাত্রির পানে চায়।
.
“এই, যাবে ভাই বকুল তলায়
ভাড়া কত দিব?”
রিক্সাওয়ালা মৃদু হেসে-
“কুড়ি টাকা নিব।”
.
রিক্সায় উঠে বিড়ি টেনে-
“ঠিক আছে ভাই চল,”
বহু পথ পেরিয়ে শেষে
বাড়ির দেখা পেল।..................