ইট-কাঠের ঐ দালান-কোঠার
কর্তা-বিদ্যান,
অহংকারী যত পাপিষ্ঠের দল-
চাকররে কেন করিস
এত অপমান ?
.
চাকরের সন্তান ঘরে নিলে
হারায় তোর জাত,
ধাক্কা মেরে দিলি তাড়িয়ে-
কি ক্ষতি হত
দিলে তার মুখে একটু ভাত?
.
দেখ ভেবে,
ঈশ্বর তোকে করেছেন সুখি,
দিয়েছেন সম্পদ আর বাগান-বাড়ি-
করেনি তো তোকে
ওদেরি মতন দুখি।
.
পরের সম্বল, পরের বাড়ি
পরেরও জায়গা-জমি,
একদিন সবই পড়ে রবে
জীবন হবে যে ভুমি।..................