আজ পনেরো-ই আগস্ট।
চারিদিকে শোকের মাতম
থেমে গেছে সব কোলাহল
আর যত হৈ হুল্লোর
কেটে গেছে ভোর।
কান পেতে শোন ঐ
কে যেন গর্জায়,
বঙ্গবন্ধু শেখ মুজিব
কণ্ঠ তোমার শোনা যায় !
.
দেখিনিতো তোমায়
স্বচক্ষে আমি
দেখিনিতো তোমার
ঐ বীরের দর্পন,
আমি দেখেছি শুধু
তোমারি বীরের মূর্ত্য,
শুনেছি তোমার কণ্ঠ
তুমি যে এই বিশ্বের স্বপন।
.
স্বাধীনতার ঘোষক তুমি
জানাই তোমায় সালাম,
বাংলাদেশের ম্যাপ তুমি
তোমার তরেই প্রণাম।
ঐ যে দেখি পতাকা
উড়ছে কেমন স্বাধীন,
আসলেই সে পতাকা নয়
ও তোমারি ছবি,
তোমায় বিনা পরাধীন
আমরা যত কবি।