এমন দেশে থাকি আমি
কেউ কাঁদে না ভাই,
আশে-পাশের দু:খ দেখে
অশ্রু ঝরে যাই।


কেউ বা কাঁদে ক্ষুধার জ্বালায়
কেউ বা কাঁদে দোষে,
তোমার-আমার কান্না দেখে
বিত্তবানেরা হাসে!


বৃক্ষ কাঁদে শীতের দেশে
মাটি কাঁদে তাপে,
এতিমের ঐ কান্না দেখে
আকাশ-বাতাস কাঁপে!


নারী কাঁদে স্বামী বিনে
নর কাঁদে তার দোষে,
খোকা-খুকি কাঁদে দেখ
মা নেই তার পাশে।


কবি কাঁদে কবিতার শ্লোকে
লেখক কাঁদে লিখে,
বারিদ কাঁদে বারি ঝরে
আমি কাঁদি তা দেখে।