কামে মানুষে পশুর ভাব
করে মাতামাতি,
সর্বখানেই কান্তা-পুরুষ
করে হাতা-হাতি!


লোভে-ক্রোধে পশু সবে
করে হানা-হানি,
সেই স্বভাবেই মানুষ আমরা
স্বার্থের টানা-টানি!


হিংস্বা পশুর পরম স্বভাব
নেই কোন তার করুণা,
মানুষ মরে হিংস্বায় পুরে
বাঁচেরে ভাই কয়জনা?................