চলো যাই হে অনুজ,
ঐ ভবের বাজার।
আজ তোমায় দেখাব সেথায়-
বুনো-বাঘেদের যত কীর্তন
আর দিন-দুখি সহস্র মানবের
দুর্নিবার ভুখার মিছিল,
ক্ষণে-ক্ষণে জাগে আর নিভে
সে এক অব্যক্ত হাহাকার।
.
এস হে অনুজ,
এদিকে চেয়ে দেখ-
বুনো-বাঘেদের গর্জনে
শত-শত বিবস্ত্রা দাঁড়িয়ে
অঝোরে কাঁদে ঐ হাটে,
হাজারো জনতা ভিরে
চেয়ে চেয়ে দেখে
আর নির্লজ্জ্ব হাসি,
শত ভ্রুকুটি বয়ে যায়
ওদেরি ললাটে!............।।