এতগুলো বছর পর
তাহার সেই ছায়ামূর্তি,
আমার নেত্রে ভাসে,
থেকে থেকে কথা কয়,
দেয় উঁকি।


ঐ শুন,
তীরটির হাহাকার!
কি নিদারুণ ঝপাত শব্দে-
আমার বুকের ভিতর বেজে ওঠে
তাহার সেই করুণ চিৎকার!


‘বাঁচাও-বাঁচাও, আমারে কে যেন
নিয়ে যায় গহীন তলে!’
চেয়ে-চেয়ে দেখেছি শুধু
কোমল হাতটাও ডুবে যায় ঐ জলে!


এটা সেই তীর,
যেথায় আমি হারিয়েছি আমার জীবন-প্রদীপ,
যে প্রদীপ আজও আমার চোখের জলেই
করছে সদা মিটমিট।...............