আমার প্রেয়সী,
কথা দাও- যাবে না ছেড়ে কভূ,
হাজারও বেদনার বালুচর,
মরুভুমি তবু।


তোমাকে ঘিরেই আমার সকল সুখ-দুখ,
আমি তোমায় সারক্ষণ খুঁজে ফিরি
কবে পাব তোমার সেই হাসি ভরা মুখ।


তাই ছোট্র একটি আশায়
বুক বেঁধে বেঁচে আছি ধরায়,
তোমাকে পাব বলে
খুঁজে ফিরি সেথায়।


ওগো প্রিয়,
কবে আসবে তুমি?
কবে দিবে দেখা?
তোমারি দেখার আশায়
আমি যে আজ বড়ই অস্থির,
তোমারি আসায় -
আমার যে আর পথ ফুরোয় না,
হারিয়ে ফেলেছি যেন
সেই পথটি।.....................