হে খোদা-
যতবারই যাই প্রার্থনা কি গির্জায়,
ততবারই পাই না তোমায় সেথায়।
কি হবে তবে মসজিদ-মন্দিরে ঘুরে,
প্রাণটা যে থাকে তাহার হৃদয় পুরে।


সে যে আমার ইবাদাত,
সে যে আমার প্রার্থনা,
সকলেরি মাঝে দেখি আমি
একেরি প্রকাশনা।


হে খোদা-
কবে আসবে তুমি?
আমার হিয়াকে নিয়ে,
যার আসায় আমি আজ পথ চেয়ে
সর্ব কর্ম ভুলে বসে আছি একা,
ভাবি, একদিন আমি তার পাবই দেখা।


হে খোদা-
আমাকে তুমি ধৈর্য দাও,
আমার হিয়াকে এখনই এনে দাও,
ধরণীর বুকে আমার প্রাণ থাকতে
সে যেন আমায় টেনে নেয়
তার বুকেতে।......................