ওগো প্রিয়,
এই তো সেদিন ভোরে
দেখি আমার দু’নয়নে,
ঘাটে বসি একা
করছো স্নান আনমনে।


ডাকিয়া ফিরি তোমায়
আপ্লুত নয়নে,
চেয়ে দেখি অবাক
জামদানী পরনে!


আহা! সেকি চলন!
দূর হয়নি তাহার সে ভ্রম,
মনে হয় যেন তুমি সেই
রবি ঠাকুরের হৈম!