এমনই একটা মেয়ে আমার প্রয়োজন,
যার কাছে আমার সকল অর্ঘ-নিবেদন।
তাকে ঘিরেই আমার যত সুখ-দুখ,
আমি তাকে সারাক্ষণ খুঁজে ফিরি,
কবে দেখব তাহার সেই হাসি ভরা মুখ?


তাই ছোট্র একটি আশায়
বুক বেঁধে বেঁচে আছি ধরায়।
কবে আসবে সেই মেয়েটি?
যার আসায় আমি যে আজ
বড়ই অস্থির।


যার আসায় পথ ফুরোয় না,
হারিয়ে ফেলেছি যেন সেই পথটি।
আমি যে আজ ধৈর্যে্র বাঁধ
ধরে রাখতে পারছি না।


এস, হে রূপের রমণী,
তোমাকে জানাই অন্তরের ব্যথা,
তুমিই কেবল মুছে দিতে পার
আমার চোখে গড়িয়ে পড়া
যত পানি।.....................