অবনী ধরে রাখে বৃক্ষ,
বৃক্ষ তাই হয়ে যায় অবনীর।


নদী লুকিয়ে রাখে মৎস,
মৎস তাই বলে আমি নদীর।


মাটি টেনে নেয় বুকে তনু,
তনু তাই মিশে হয়ে যায় মাটি।


হে প্রিয়া,
আমি চাই তোমার ঐ সরু ওষ্ঠের সঙ্গম,
কেন আমায় করো না তুমি আলিঙ্গন?...............