আমি দুর্দমনীয়
তাহার কান্তিমান তনু লোচনে,
অভিরামের অধর দুই
আহা! কি নিরুপম!
তাহার আঁখি চপল
অঞ্জনে ঘেরা,
কবরী তাহার
কাদম্বিনীর শোভাকর।


বড়ই খেদ আমার-
সুরম্য রমণী
নরেন্দ্রের রাজ দুহিতা।


আহা! সে যে সত্যিই এক
সুরম্য রমণী!
আননে তাহার ভিরে
অম্বরের সুধাকর,
আহা! কি দ্যূতি!
কামিনীর ভুজ-শোভাকর।...........