নিরিক্ষিলাম তাহারে-
আহা! চলনে তাহার কি ঝাঁজ!
সুরলোকের বরাঙ্গনা
ঈষৎ মেদিনীর তটে,
নন্দনেরা ঈপসিত
তাহার সুহৃদে।


আমি যে বড়ই বিষ্মিত
তাহার কৌলিন্যে!
মাতৃস্বষা কহিল মোরে-
রাজদুহিতা তাহার আপন স্বস্রেয়ী।


শুনিয়া ঈষৎ অভিসন্ধিতে-
তাহার উর্মি আঁখি যুগল
করিল মেদুর।
নামটি তাহার তনুলতা বিনতে!............