এক.
চলো যাই হে অনুজ,
ঐ ভবের বাজার।
আজ তোমায় দেখাব সেথায়-
বুনো-বাঘেদের যত কীর্তন
আর দিন-দুখি সহস্র মানবের
দুর্নিবার ভুখার মিছিল,
ক্ষণে-ক্ষণে জাগে আর নিভে
সে এক অব্যক্ত হাহাকার!


দুই.
এস হে অনুজ,
এদিকে চেয়ে দেখ-
বুনো-বাঘেদের গর্জনে
শত-শত বিবস্ত্রা দাঁড়িয়ে
অঝোরে কাঁদে ঐ হাটে,
হাজারো জনতা ভিরে
চেয়ে চেয়ে দেখে
আর নির্লজ্জ্ব হাসি,
শত ভ্রুকুটি বয়ে যায়
ওদেরি ললাটে!


তিন.
হে অনুজ, চুপ করে থেকো না,
আজ কিছু বল।
নাকি বুঝব তুমিও ওদেরি দলে!
নাকি হয়েছো বাক রুদ্ধ ?


আজ অনুক্ত শত ব্যথা,
জীবন্মৃত জণতার ঢলে
বুনো-বাঘেদের জন্ম গাঁথা,
পথ হারা জাতির আজ
নেই কোন মাথা!


চার.
হে অনুজ, ঘুমিও না,
আর ঘুমিয়ে থেকো না।
জেগে ওঠো আজ
ত্রিশ লক্ষ শহীদের তেজে,
ভেঙ্গে গুড়িয়ে দাও
বুনো-বাঘেদের যত আখড়া
আমার এই সোনার বাংলা থেকে।


চল, বেরিয়ে পড়ি এখনই
একাত্তুরের সেই গেরিলা সাজে।