আশেপাশে বৈশাখী মেলার খন্দ,
এ যেন অপূর্ব পরিবেশের এক  ছন্দ।
সবারই মাঝে বনভোজনের গুঞ্জন,
সব মিলিয়ে এক স্বপ্নিল আয়োজন।


আমরাও কয়েক জনায়
উঠি এক নৌকায়,
সবারই ইচ্ছা
যাইব এবার ডাঙ্কায়।


শুনি, তথায় নাকি
স্বর্গের এক আবাস,
মানুষ বিনা পরীদের তথায় নিবাস!


তিন দিন তিন রাত
অতল সাগরের ঢেউয়ে,
তরীখানি চলিল দুলিয়ে দুলিয়ে।


চারিদিক সাগরের সেকি গর্জন!
নেই কোথাও এতটুকু বর্ষণ।


হঠাৎ দেখি ঢেউয়ে
উত্তাল তরঙ্গের মেলা,
বায়ুর সাথে করিতেছিল সে খেলা।...................