চারিদিকে আঁধার ঘনিয়ে আসে,
এক নিমিশেই নিয়ে গেল সব ভেসে।
সঙ্গী-সাথী সাগরেতে সব হারাইয়া
উঠিলাম অজানা এক তীরে গিয়া।


খুঁজে ফিরি পাই না কোন অন্ন,
খানিকবাদে দেখি এ এক গভীর অরন্য!
দেখি নাই তথায় কোন মানব কিবা নীড়,
মনের গহীনে বাজিতেছিল যেন তীর।


ধরণী বুঝি করিল আমায় ছিন্ন,
কখন যে হই কোন এক জন্তুর পন্য!
ভাবছি আর হাটছি পথ আনমনে,
কত প্রান্তর পেরি কেবলই আছি বনে!


চারপাশে সে এক হতাশা ঘেরা সমুদ্র,
এ যেন সত্যিই অচেনা এক বিমূর্ত্য।..............