হঠাৎ চলারই পথে দূর প্রান্তরে,
ছোট্র এক কুটির ভাসি
নয়নেরও পরে।
আনন্দে নয়ন যুগল উঠিল নাচি,
অপূর্ব এক ছন্দ পাই যেন ফিরে।


কাছে আসতেই দেখি
চারিদিক ফাঁকা,
জীর্ণ কুটিরটি দাঁড়িয়ে আছে একা।


টোকা দিতেই খুলে গেল দরজা,
অপূর্ব এক রমনী
হাতে তার বরশা।
কি যে মহিমা! তাহার সে চাহনী!
ভাবি ত্রস্তে,
সে মানবী না ডাকিনী!............