এক পিয়ালা জল পানে
তৃষ্ণার্ত মন ধন্য,
সে এক অমৃত সুধা
যা সবারই কাম্য।


দেখিলাম তাহারে নয়নও ভরিয়া,
বলিতে পারিনি কিছুই
মুখটি ফুটিয়া।
কথা হইল পরের দিন বিনা অন্ন,
জানিতে পারি নাই তবু
কি তাহার কৌলিন্য।


তাহাকে নেয়ে ছুটি ঐ দিগন্তে,
যৌবন আমার ফিরে পায়
নব জিয়ন্তে।
তাহার সহিত আজ আমি
বড়ই ক্লান্ত,
চলারই পথ হয়েছে যেন ভ্রান্ত।.................