আমার গাঁয়ের নামটিরে ভাই
নাটুয়ার পাড়া,
আছে যে এক মিষ্টি নদী
যমুনার ধারা|


কি বলিব ভাই লিখে
যমুনারি কথা,
শত জেলের জীবন যেন
এই নদীতেই গাঁথা|


আমার গাঁয়ে বয়ে চলা
নদীর জল পানে,
স্বর্গ থেকে সুরেরা ঐ
নেমে আসে ক্ষণে|


এই নদীরই কল গানে
সুরের তালে তালে,
আমার গাঁয়ে ভ্রমর নাচে
নব ফুলে ফুলে|


নদীর বুকে বাঁধি বাসা
এই আমাদের পণ,
দুদ্ধ-সুভ্র নদীর জলেই
জুড়ায় সবার মন|


নদীর বুকে সোনার খনি
মাছের বসবাস,
জেলের মুখে হাসি দেখ
তৃপ্তির এক আভাস|


ঐ দেখ ভাই নদীর বাকে
শত চর জাগে,
বালি হাঁসের আনাগোনা
বসন্তেরি আগে।....................