আমার গাঁয়ের নামটিরে ভাই
নাটুয়ার পাড়া,
রাতের দূরাকাশে জাগে
শত-কোটি তারা।


আকাশেতে মেঘে-মেঘে
সাদা ধুলা উড়ে,
গ্রামটি যেন ছেয়ে গেছে
সুদর্শনা নীড়ে।


আমার গাঁয়ের আকাশে ভাই
বাষ্প-সকট চলে,
শিশুরা সব নেচে-গেয়ে
ছোটে দলে দলে।


আমার গাঁয়ের আকাশ থেকে
বৃষ্টির ধারা ঝরে,
ব্যাঙ্গের বিয়ের সানাই বাজে
ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর সুরে।


রাতের বেলায় আকাশ থেকে
বিজলীর ঝলক আসে,
আমার গাঁয়ের পথিক সকল
পথ পাড়ি দেয় হেসে।