গাঁয়ের নামটিরে ভাই
নাটুয়ার পাড়া,
পাখ্ পাখালীর কিচির-মিচির
ভরছে দু’চোখ জোড়া।


নদীর ধারে সাঁঝের বেলায়
একলা বসে রই,
নানান রঙ্গের পাখি দেখে
অবাক যেন হই।


ঐ দেখ ভাই নদীর বাঁকে
শত চর জাগে,
বালি হাঁসের আনাগোনা
বসন্তেরি আগে।


আকাশ থেকে একে একে
নেমে আসে বিলে,
দল বেঁধে ঐ বালি হাঁস
নাইতে নদীর জলে।


হাঁসগুলো ঐ জলের সাথে
করছে কেমন খেলা,
একটি-দু’টি মাছের লাগি
পানি করছে ঘোলা।