হে অশান্ত দেবী,
তোমায় দু’হাত তুলে জোর মিনতি জানাই-
তুমি একটু শান্ত হও,
আমাদের প্রতি একটু সদয় হও।
নাকি বুঝব-
অশান্ততা আর নির্মমতাই তোমার স্বভাব!
তুমি কি শান্ত হতে পার না?
পার নাকি এই সুন্দর পৃথিবীকে
ফলে ফলে ভরিয়ে দিয়ে-
প্রকৃতির সেই সজিবতা আনতে?
নাকি হারিয়ে ফেলেছো মানুষেরি মত
সেই বোধ শক্তিটুকু!


হে রুদ্র দেবী,
দেখ, সর্বখানেই সকলে খুঁজে-খুঁজে ক্লান্ত
তোমারি সেই অস্তিত্ব,
আর তুমি কিনা দেখা দেও
আমাদেরি মাঝে রুদ্রময়ী মূর্ত্যিতে!
তুমিই বল, একি তোমার ঠিক হচ্ছে?
নাকি এই তোমার দায়িত্ব!


হে আশার দেবী,
তুমি ফিরে এস।
সাথে নিয়ে তোমার সেই বর বিহঙ্গন,
আমাদেরি মাঝে ফিরিয়ে দাও সজিবতা
করি আলিঙ্গন।