আচ্ছা বলোতো,  অহংকার কি?
শ্রদ্ধাবোধ হীন হৃদয়, অহং বৈকি।
.
পুকুরে থাকে রাক্ষসী প্রাণী,
ছোটদের করে আহার দিবানিশি।
.
দুখীরা করছে হাহাকার,
সুখীরা করছে সম্পদের পাহাড়।
তবু বলেনা মুখে কিছু,
করে মাথা নিচু।
.
জ্ঞানের অহংকার,
বড় কস্টের ব্যাপার।
জ্ঞানপাপী, বড় তাপী,
না হলে যে জনম দুখী।
.
ক্ষুদ্র দেহের বড়াই? অভুক্ত সে যখন
চেহারা মলিন, দুর্বল হলিন, যে গঠন।


.
শক্ত করে ধরবে যখন
ব্যাধি, অহং বলবে তখন
ছেড়ে দে, আগে পালিয়ে বাঁচি।
০১/০৭/১৭