তৃষ্ণার্ত পথিক মুখ ডুবালো
অমনি পুকুরটি শুকিয়ে গেলো,
দূরে সরে যেতে যেতে
পুকুরটি ভরছে পানিতে।
.
কাছে না ভিড়ে, দূরে ঠায় দাঁড়ায়ে
অবাক, অস্বাভাবিকতা দেখে,
হঠাত একদল মহিলা এসে
ঝাঁপিয়ে পড়ে গোসল করিতে।
.
পথিক হয়েছে ভাবুক
তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুক,
দুই চোখে দুই নীতি
এ যেনো সমাজের রীতি।
.
এ সমাজ হতে চাইনা কিছুই
প্রয়োজনে দিবো নিজের সব টুকুই,
বদলাবে সমাজ করে একটু একটু
ঋণী হতে আসিবে সমাজের মুখগুলি মোর পিছু পিছু।