আমার আকিদা হলো ভাই-
কোরআন এর সাথে আহলে বায়াত চাই,
হাবলুল্লাহকে আঁকড়ে ধরতে চাই-
কেননা এই কথা কোরআন এ পাই।


হাবলুল্লাহ হলো আল্লাহর রশি-
যাহার আসমান হতে জমিন পর্য্ন্ত রয় বিস্তৃতি,
একপ্রান্ত ধরলে শক্ত করে পাবে নিসকৃতি
কোরআন আর আহলে বায়াত হলো আল্লাহর রশি।


মেদিনীপুরে চার নাম্বার পাক দরবার শরীফে-
আহলে বায়াত পাক হুজুরের সন্ধান আছে,
বড় হুজুর পাক -ছোট হুজুর পাক -শাহাজাদা হুজুর পাকের বংশে-
আসবেন ইমাম মাহদী আঃ কেয়ামতের আগে।


গাদিরে খুমে সাহাবাদের উদ্দেশ্যে রাসুল বলিলেন
আমি যার মওলা আলী তার মওলা, আরো শুধালেন
মা ফাতেমা ও আলী আঃ হতে বংশধারায় যাহারা আসবেন
সকলেই তোমাদের ইমাম, ইমাম মাহদী পর্যন্ত নিশানা দিলেন।