শুভ অপরাহ্ন!
জীবনের এ প্রান্তিক সময়ে আপনাকে স্বাগতম।
গৌধুলীর আবীরের আভা ফুটেছে
আপনার জীবনের সাঁঝের বেলায়,তবে প্রচ্ছন্ন।


শুভ অপরাহ্ন!
দেখেন ত চেয়ে ঐ সুদূরে
কৈশোর, যৌবন, সাথীগণ।
কাদের মায়ায় আচ্ছন্ন এই মন ।


শুভ অপরাহ্ন!  
ভিটে বাড়ি ছেড়ে
বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে
আজ তাই রিক্ত হস্ত,
শুধু জ্ঞান ই জমানো ধন।


জ্ঞান যে অমূল্য
তাই নেই মোর মূল্য
স্বাধের জীবন কি বউ কি সজন
কেউ নয় কারো আপন।


তোমরা ই ভালো
যাহারা  টাকার পিছনে ছোটো,
আজ বাড়ি গাড়ি টাকার তেলেসমাতি
তোমাদের সংসারে নেই অভাব গীতি
সুখে তোমাদের বউ - আর স্বজন -
জ্বালায়ে প্রেমের নয় টাকার বাতি।


জীবনের এই বোধোদয়
বেশ আছি এই মোর জয়
আসল ধন, বোঝেনা যারা  ভোগ কারী স্বজন।