বিজয়ের গল্প শুনতাম দাদুর মুখে-
গোলকরে ঘিরে বসতাম খেলার মাঠে।


একবার এসেছিলো আমাদের এলায় ঢুকতে-
ঊর্দু ভাষায় বলেছি হিন্দু নাই গ্রামে,
কালেমা পড়তে পার? জলদি বল।
এইভাবে মুসলিম এলাকা ছেড়ে গেল।


কখনও শিহরণ কখনও পুলকিত মন
কখনও গর্বে ভরে যেত মন ।


বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান
করতেন রক্ত গরম করা বয়ান ,
মাঠের যোদ্ধা তিনি,বগুড়া বাড়ি
আমার নানার আপন ছোট ভাই -
মনে হতো স্বচিত্র গল্প পাই।


কাঁদা মেখে সারা গায়ে ছদ্ববেশে,
কত মিলিটারি গাড়ি  যে উড়িয়েছে।


ডিসেম্বরে এলো যখন বিজয়ের ক্ষন
উল্লাস কারে বলে,বিজয়ী বীর মোরা তখন।