যাহা করি নিত্য, মনে করি ইহা দায়িত্ব
ভুল যদি বোঝে কেহ
গাধার সামনে মুলা, কিসের ধুলা
ছুটছে লোভে সেও।


বমি আসে তখন, চিনলো এখন
পরিমাপ করে এক পাল্লায়,
হায়রে সমাজ,  কি দৃস্টান্ত আজ
আপন কে পর কে, হিসাব মেলায়।


শুনিলো জমির মালিক
মাটির নীচে আছে সোনা
নিজ জমি বিক্রি করে
শুরু করলো অন্যের মাটি কেনা।


জমি কিনে আর খুড়িয়ে দেখে
সোনা ত মিলেনা,
গরমে ঘোড়া খানি বেঁধে রেখে
মুখ ধুয়ে নেয় এক খালে দাঁড়ায়া।


চক চক করে দেখি
ও মা এত সেই সোনা যাহা খুঁজি
হায়!  আফসোস, করলাম কি
এতো আমার জমি যা বেঁচে দিয়েছি।


কান্দিয়া কি লাভ বলো
যা হবার তা হলো।।
কাছে থাকলে দূরে রাখ
দূরে গেলে যদি খুশি থাক।


সুসময়ের সু ব্যবহার
দেখে নেই মন ভোলার,
খারাপ সময়ে যে পাশে থাকে
আপনজন ভাবিও তারে,কিছু নেই বলার।