.
ফুল ফুটেছে গাছে, সতেজ ডালপালা
অধিকাংশ ঝরে গেছে,
বাকিগুলোর ফল দেবার পালা।


পরাগায়ণের ফলে ফল ধরিলো
তাহলে কি ফুলের মৃত্যু হলো?


ফলের ভেতর হতে বীজ বেরোলো
ফলটি তবে মৃত্যুর স্বাদ গ্রহণ করিলো,
বীজ হতে নতুন গাছ হলো-
মৃত্যু নয় ইহা, বীজ নতুন রুপে জন্ম নিলো।


প্রদীপের আলো নিভে গেলো,
একটু আগে আলো ছিলো, এখন কোথায় গেলো?
মানুষ জনম তেমনি,
দেহ হতে বের হয়ে অন্য দেহ ধরলো।