চুয়াত্তুর সনে দুর্ভিক্ষ নেমেছিলো
শিল্পাচার্য সেদিন সুনিপুণ চিত্র এঁকেছিলো,
শুনেছি প্রায় পঞ্চাশ লাখ মানুষ!
হ্যাঁ, পঞ্চাশ লাখ লোক মারা গিয়েছিলো।


চুয়াত্তুরের সেই দুর্ভিক্ষ দেখে
কবির কলম দেশের মানচিত্র ছিঁড়ে,
চাঁদ কে রুটি ভেবে চায় খেতে-
দেশ নেতাকে হারামজাদা বলে।


সেই কস্টের দুর্ভিক্ষের গন্ধ ছড়াচ্ছে
চারিপাশে এত দামি জিনিস যে-
খাবার গুলো জাদুঘরে আছে
ছুঁতে পারব না ,শুধুই দেখবে।


চারিদিকে এত দুষণ যে-
দাম বাড়িয়ে পকেট মারছে,
এতো দামে জিনিস-পত্র কেনা দায়
সরকার উন্নয়নের নামে মেতেছে তামাশায়।


আবার কি তবে নেমে এলো দুর্ভিক্ষ
মানুষের জীবন নিয়ে ঠাট্টা করো,
বলে কেনার সামর্থ বেড়েছে
তাই নাকি দাম বাড়াইছে।


মানুষের পেটে দিয়ে লাথি
ইচ্ছে করে দুর্ভিক্ষ ডেকে আনলি
খোদ সরকার হলো খাদ্য সন্ত্রাসী
তারা আছে পাঁচ তারকায় বসি-
হাহাকারে যায় মানুষ মরি।