একটা ডালে দুটা পাখি
বলতো পাখিটির নাম কি?
দুর্নীতি গো দুর্নীতি ।


গুলির শব্দে যায়না উড়ে
পাখিটির ঘুমে ধরে,
পাতায় শুয়ে পড়ে।


ডাল ছেড়ে পাতায় আসি
পাতার রন্ধ্রে-রন্ধ্রে কে গো বসি?
দুর্নীতি গো তোমার প্রতিবেশী।


বিশাল বৃক্ষ বলে মৃদু স্বরে
দুর্নীতির বিষ আছে মোর ঘরে,
মোর ছায়াতে আশ্রয়, বসতি গড়ে ।